ডেস্ক: গাজীপুর সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২৪ জুন) দুপুরে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জাতীয় নির্বাচনে বরাবরের মতোই আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যে প্রার্থীকে ভোটাররা পছন্দ করবে, যে প্রার্থী তাদের উন্নয়নের ধারা রক্ষা করতে পারবে তাকেই ভোট দেবে। এখানে আমাদের মেসেজ দেয়ার কিছুই নেই। আমাদের মেসেজ হল একটি শান্তিপূর্ণ, অবাধ-সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হবে। এটাই আমরা আশা করি, বিশ্বাস করি।’
তিনি আরো বলেন, ‘জাতীয় নির্বাচনে আপনারা দেখেছেন, একেবারে প্রত্যন্ত অঞ্চলে আনসার সদস্য ছাড়া কেউ থাকে না। তাই তাদের একটা গুরু দায়িত্ব থাকে। তাই তারা দায়িত্ব সবসময় পালন করে আসছে, জাতীয় নির্বাচনেও তাই করবে।’ সূত্র: সময়