সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত থেকে ১২৮ গ্রাম সোনাসহ হাফিজুর রহমান নামে এক সোনা পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার রাত সাড়ে ৮ টার দিকে বৈকারী সীমান্ত থেকে বিজিবি সদস্যরা সোনাসহ তাকে আটক করে।
আটক হাফিজুর রহমান বৈকারী গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা ৩৮ বিজিবির কমান্ডিং অফিসার সরকার মোস্তাফিজুর রহমান রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী ক্যাম্পের বিজিবি সদস্যরা হাফিজুর রহমানকে আটক করে। এসময় তার দেহ তল্লাসী করে ১২৮ গ্রাম সোনা জব্দ করা হয়। সোনাগুলো ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে তিনি জানান।